আয়াতুল কুরসীর ফজিলত:--
১/ উবাই বিন কাব রাঃ হয়তে বর্নিত যে উনার বাগনে খেজুর কম হচ্ছে,তো ভাবলেন কেন খেজুর কম হচ্ছে আর কোথায় যাচ্ছে।তাই একদিন রাতে পাহাড়া দেওয়ার সময় দেখতে পেল যে একটি জানোয়ার, যুবক মানুষের মতো দেখতে খেজুর পারছে। উনি কাছে গিয়ে সালাম দেওয়ার পর বলল তুমি মানুষ না জিন। তখন ওই প্রানিটি বলল আমি শক্তিশালী জিনদের মধ্যে থেকে একটি জিন। এই বাগানের কোন হিফাজতের বেবস্থা ছিল না বলে আমি ঢুকেছি। উনি বললেন তোমাদের কাছ থেকে কি ভাবে হিফাজত করব? জিনটি তখন বলল আয়াতুল কুরসী পাঠ করলে শয়তান থেকে হিফাজত থাকা যায়।
২/ হজরত আব্বুর রহমান বিন আউফ রাঃ আমল ছিল যে ঘরে প্রবেশ করতে প্রত্যেক কোনায় আয়াতুল কুরসী পাঠ করে দম করতেন।
কেও বা মনে করতেন যে ঘরের প্রত্যেক কোনা শরন করে একবার আয়াতুল কুরসী পাঠ করে দম করতেন। হজরত আব্বুর রহমান বিন আউফ রাঃ ছিলেন একজন বিখ্যাত ধনিব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যুগে তিনি মদিনায় ৭০০ উট মাল সমেত মদিনা বাসিদের দান করেছিলেন। কেও হজরত আব্বুর রহমান বিন আউফ রাঃ কে জিজ্ঞেস করলেন তোমার এই ধনি হওয়ার কারণ কি? তখন তিনি বললেন যে ১/আমি মালকে আটকায় না (বাঁধায় করি না)২/কিছু মালকে বেঁচে দিতাম ৩/ঘরে প্রবেশের সময় আয়াতুল কুরসী পাঠ করি ৪/নগত দিতাম নগত লিতাম। আয়াতুল কুরসী পাঠ না করলে ঘরের মাল শয়তান চুরি করে নিয়ে যায়।
আয়াতুল কুরসী এই আমলে আব্দুর রহমান বিন আউফ রাঃ বংশধর আজও মালদার, গনি হয়ে বেঁচে আছে।(১-৩/@৫৫৩)..
৩/ যে ব্যক্তি রাত্রে আয়াতুল কুরসী পাঠ করে ঘুমাতে যায় তার ঘরের চারিদিকে আল্লাহ নুরের পাঁচিল দিয়ে ঘিরে রাখে।সেই ঘরের কোন জিনিস পত্র কোন চোরের চুরি করার ক্ষমতা নেই সে জিন হক কিনবা মানুষ।
৪/ যে ঘরে আয়াতুল কুরসী পাঠ করে সে ঘরে ঝগড়া ঝাটি, অভাব দূর হয়, কোন জিনিস চুরি হয় না।
1/. রাতের বেলা পেছন থেকে কেউ ডাকলে যেসব কাজ ভুলেও করবেন না। Mustafiz rahmani
![আয়াতুল কুরসীর ফজিলত:--](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvFhGHLFNhjDwPbOTpsDcPRrExWKvcRQukwbfjNPPyGTcprtWVV4j46z-GNrfA4lrBqUMF6bQmlR8quP32W1wXi1JV1LuvRObMo9ATD1OcFhdwkB8b4HO487nLU6bYcYNZI55Sx-nenf8/s72-c/mqdefault+%25286%2529.webp)