Peer Zulfiqar Ahmed Naqshbandi

 


Ye 4 Kam Kar Lo! Sare Masle Hal Ho Jain Gy | Peer Zulfiqar Ahmad Naqshbandi | Islamic Stream

Rozana 1 Tasbeeh Sy Barkaton   Rehmaton  Or Inamaat Ki Barish _ Peer Zulfiqar Ahmed Naqshbandi" ( ইস্তেগফার ও আলহামদুলিল্লাহ )vvv

ALLAH Ki Madad Kaisy Ayegi ( peer Zulfiqar Ahmad naqshbandi # ( গুনাহ সে বেঁচে থাকা )

Muraqaba ka Sahih tarika | Powerful Meditation (Muraqaba) |  PeerZulfiqarAhmadNaqshbandiOfficial( মুরাকাবা )


    যে ব্যক্তি ফজরের নামাজের পর " সুবহা নাল্লোহিল আজিমি ওয়া বিহামদিহি, ওয়ালা হাওলা-ওয়ালা কুওয়াতা  ইল্লা বিল্লাহ " এই দোয়া তিনবার পাঠ করবে তার চারটি বড় বড় রোগ ভালো হবে।( মুসনাদে আহমদ,তিবরানী )

 যেমন:--

১/ পাগল ( হোস না থাকা, ভুলে যাওয়া, মৃগীরোগ ).

২/ চেহারা বদসুরত ( চেহারায় দাগ পড়া, কালো হয়ে যাওয়া, বিকৃতি হওয়া,তেল বেরনো,)

৩/ অন্ধ ( চোখে না দেখতে পাওয়া, ঝাপসা দেখা, চশমা লাগানো, নজর কমে যাওয়া).

৪/ ফালেজ ( শরীরের কোন অঙ্গ কাজ না করা,অবশ হয়ে যাওয়া, খুবই দুর্বল, দারাতে না পারা,হাত পা কাজ না করা).

    কোন ব্যক্তি জালে মাছ ধরার জন্য যায় তবে সে যেন জালের কাটিতে সুরা নাসর লিখে রাখে, তাহলে জালে প্রচুর মাছ ধরা পরবে।

      "7 Days Me Bhaari Qarz Utar Jaye Ga😱😍 Peer Zulfiqar Ahmed Naqshbandi

  আল্লাহ তসবিহ পাট করা যেমন দোয়া ইউনুস, সুবহানাল্লাহ 


গুনাহ মাফের উপায় :----

১/-- বেশি বেশি ইস্তেগফার পাঠ করা।

২/-- গুনাহ উপর তাওবা করা।

৩/-- বেশি বেশি নেক আমল করা। যার কারণে একটি গুনাহ মুছে দিয়ে তাতে একটি নেকি লেখা হয়। যেমন পাঁচটা গুনাহ করলে এবং দশটি নেকির কাজ করলে পাঁচটি গুনাহ জন্য বাদ দিয়ে পাঁচটি নেকি লেখা হয়।

৪/--অপরের জন্য দোয়া করা।

৫/--নেক আমল কারোর প্রতি বক্সানো।

৬/--দুনিয়াতে দূঃখ কষ্টের কারণে গুনাহ মাফ হয়। যদি সবর করে তবে প্রচুর পরিমাণে নেকি পায়।

৭/--ইমানদারদের কবরের চাপে সময় গুনাহ মাফ হয়।

৮/-- কিয়ামতের ভয়াবহতার কারনে ইমান দারদের গুনাহ মাফ হয়।

৯/--কিয়ামতের দিন নবীর শাফায়াত। গুনাহ গার উম্মতের জন্য হবে।

১০/-- সমস্ত নবী,শোওদা, অলিদের শাফায়াত পর,আর যাদের কোন শাফায়াত করার কেউ নাই তখন আল্লাহ নিজেই বান্দার উপর রহম করে তিন আঁচল পরিমাণ বান্দা জাহান্নাম থেকে মুক্ত করে দিবে।

     

            কেউ যদি কোন গুনাহ বা বদ অভ্যাস ছাড়তে চায় আর যদি ছাড়তে না পারে তাহলে সে যেন প্রতিদিন এশার নামাজের পর দুরাকাত সালাতুত তাওবার নামাজ পড়ে নেয় এবং দোয়া করে। এই আমল যদি না ছাড়ে তবে যত বড় গুনাহ মদখোর,জিনা সব ছেড়ে চলে যাবে।

    কোন ব্যক্তি যদি শোতে যাবার সময় একবার " লা ইলাহা - শাইয়িন কদির, ওয়ালা হাওলা- আজিম, সুবহানাল্লাহি অয়ালহামদুলিল্লাহ।" পাঠ করে তবে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন।( নাশাই, ইবনে হিব্বান). 

          কোন ব্যক্তি যদি শোতে যাবার সময় তিনি বার " আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহ-- ওয়া আতুবু ইল্লা" পাঠ করে তবে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেন।( কানজুল উম্মাহ )


Peer Zulfiqar Ahmed Naqshbandi Peer Zulfiqar Ahmed Naqshbandi Reviewed by Adam Blog on October 23, 2024 Rating: 5
Powered by Blogger.